সাক্ষী আছে এক সুন্দর মন
সময়টা যে এমনি যাবে সারাজীবন ,
সুখে আছি,- কি দরকার -
জ্ঞানের প্রয়োজন ?
পড়ি না পিছে আকাজ- মিথ্যার ,
অকারণ ।
মনেতে ভায় সদা-- তুষ্টি
এদিকে ঘরের কয়টা খুঁটি-
কি লাভ জেনে এসব খুটিনাটি ?
জীবনটা চাই না করতে মাটি ।
একই ঘুঁটির চালে সদা -
বিশ্বাসী দাদা- পরদাদা ,
মাড়াই নি একচুল ও জানি -
অন্য পথ ,
আমি খাই কশম চড়ে সেই রথ ।
অন্ধবিশ্বাস সে আবার কি ?
সাথে আছেন বিধাতা ,
জ্ঞান ও সময় সে,- কী দেবে ভাঁওতা ?
পাকাপোক্ত বিচারে ভরা আমার খাতা ।
(২৩-০৫-২০২৪)
ভাঁওতা > ধাপ্পাা ।