নিয়মে আদি ও বর্তমান তফাৎ-
দু’য়ের মাঝে ,আকাশ-পাতাল -
সত্য জেনেও অসত্যে মাতাল ,
তাকে দেই সময়ে মাত্ ।

মানুষ ও তার দাম
ধর্ম নিয়ে করি কাম
আহ্লাদী অতুল -
ভাবনায় দেখি না ভুল ।

ঈশ্বর প্রদত্ত জাত-পাত ,
মনেতে মান্য সহজাত -
এ অন্যায় ভাবি না ভ্রমে ,
শান্তি খুঁজি এর মাধ্যমে ;
দেখে ঘৃণা ও অত্যাচার
খেদ নেই কোন আর ।

বড় যে সহিষ্ণু সব আঘাতে
করি না চিড়ফাঁড় -
আমি যে সেরা মধ্য গগনে
মিলেমিশে বাস সহ-অস্তিত্বে
তাই ভরে সময় ও জ্ঞানে -
সুখে আলয়ে, কত না মনে ।

(২৩-০৫-২০২৪)