জটিল প্রশ্ন, অহম জিজ্ঞাসা ,
সার্থক মানুষ কি করে আশা ?
পেট ভরা, নানা সুস্বাদু খাদ্যে
কত আহ্লাদিত প্রেমের পদ্যে ।

সুন্দর ভূষণে ধারণ সর্বাঙ্গে
শেষে কি বা যায় কার সঙ্গে ,
সময় যায় বয়ে স্রোতের বেগে
অন্ততে কিছু পারে না নিতে ।

জড়িয়ে ধরে মণি-মুক্তা-কাঞ্চন
কার কত মান-মর্যদায় উত্তরণ ,
অন্তিমে পড়ে রয় খাঁচাটি শূন্য
প্রাণপাখী নাই, নিষ্প্রভ জীবন ।

অশেষ দণ্ড করতে হয় ভুগতান ,
না উপযোগ সময়ের মহত্ত্ব- মান
একদা সময় শেষে আসে হুঁশ -
নিষ্ফলা দৃশ্য, সব মাটি -তুষ !

(২০-০৫-২০২৪)