ব্যাধি তার ধরণ অজানা
কাজটি যে তার গুপ্ত ছলনা -
আবার বন্ধুত্বে মিশুকে মেলা
সময়ে সেই দেয় কানমলা ;
বৃদ্ধিতে, অসহ্য গাত্র-জ্বালা
সুখ-শান্তি করে হেলাফেলা ।
কাজে, সেদিকে না দিলে ধ্যান
সময়-জ্ঞানে যদি না সমাধান ,
কচ্ছপসম পেয়েও--- শতায়ু
অজ্ঞানতায় ফুরায় প্রাণবায়ু ।
মাচায় বাঁচা লাউ কুমড়ো গাছ ,
আকর্ষ- সাহায্যে বাঁচাই সাজ ।
(২৩-০৫-২০২৪)