আমার যত্ত এলোমেলো বাচালতা কথা
না ? মানতে হবে- তার কোন নেই বাধ্যবাধকতা ,
কথায় থাকে যুগের আভাস -
ভাঙতে ইচ্ছা হয় অকাজের মোহপাশ ।
আমি যে অবতারের উঁচ্চতায় গৌণ খাঁট
বেঁচে আছি ভিক্ষাবৃত্তে পরান্নে- দু’মুঠো ;
অহরহ শোনা সম্মানীয়র শোষণ বিচার !
ওরা বড় সভ্য ,কথাগুলি আবার সুন্দর ।
মোহপাশে জাদুর এমতঃ করিস্মা -
মা ছাড়া বাচুর তারস্বরে ডাকে হাম্বা-হাম্বা ।
অসীম সময় লাগে, উদ্ধারে কাজের-কাজ ,
না হয় চলুক ফাঁকা আওয়াজ- আজ !
(২৯-০২-২০২৪)
করিস্মা > আশ্চর্য জনক অবস্থান ।