ধরায় মানুষের বাঁচার সর্বোপাদান বিদ্যমান ,
প্রকৃতিই প্রাণ সঞ্চারের মূলে
আরো গ্রীষ্মের সে শীতল জলে -
করা যায় ইচ্ছার সে শান্তির স্নান ।
সুখ তরে কোন এক পথ-গণ্ডি নেই বিশেষ
আছে নানা পথ, আজ জগৎ মাঝে অশেষ ;
শুধু পবিত্রতা নিয়ে নিজ বোধ -
বুঝ তোমার, কত সীমায় করবে ভোগ ।
আরাধ্য, সেথাও খাটে এ নিয়ম বিচার
সর্বকর্ম মূলে শ্রেষ্ঠ হয় মঙ্গলাচার ,
নিজ ভাবনায় জাগবে সুবোধ-- না রূঢ়
সঠিকতায় মূল্য পেতে তায়
যে জ্ঞান সবে একাগ্র চিত্তে চায় ,
তা’ও সম্ভব, না হলেও বুড়ো ।
(১৭-০২-২০২৪)