জ্বলছে জ্বলুক ত্যেজ আগুনে- চিতা !
কত জ্বালায় ভরা এ ঘর- সংসার-
যদিও স্বার্থপর এ চিন্তন আমার
মানি, অতি অশোভনীয় এসব কথা ।

জ্বালায় পলে-পলে তীব্র না জ্বলে
চাই এর বিহিত, শেষ পরিণতি- হালে -
না হয় চিতায় একবার জ্বলুক- মেলা -
রেহাই তো মেলে জ্বলায় কোন কালে !

সামনে সুখ ওরা দুর্মুখ ! দেখায় ভুখ ,
চিন্তার মাতম খুব আর খুব
অব্যবস্থিত ধরণ - সম্পদ বন্টন ,
জীবনটা যেন শোষণ আর শোষণ ।

নিছক উদ্দেশ্য যার পেতে মালাই
অনচারের লড়াই, দেখি স্বার্থের বড়াই ,
সেবকের ঘর ভরে, অযাচিত রোশনাই ;
কিছু তো যাক আপদ, সার্থক সে জ্বলাই ।

(২৪-০২-২০২৪)