বিশ্বভরে অজস্র জ্ঞানীর উদয় ,
গোটাকুটুম্ব বিচারে মনটা সদয় ;
ঘাত প্রতিঘাত- পেয়ে পেয়ে -
বোধে, সচেষ্ট মানব মন জয়ে ।

সহমর্মিতা, সহ-অস্তিত্ব ভাবনা ভরে -
মানুষ চলে সর্বহিতে সুপথ ধরে ;
নিজ ভালমন্দ সমুদ্যত বিচার -
গড়ে উঠবে এক আদর্শ আচার ।

আজ না কাল মনুষ্য পর -
শ্রেষ্ঠতায় জাগলে গোটা সংসার ,
ধরত্রী হবে- নতুন স্বর্গ -
সুখে থাকবে সমগ্র- বর্গ ।

(০১-০৩-২০২৪)
“মানুষ হলে মানব জাতি
কি জানি কি
নইলে পেতো হয়তো অন্য খ্যাতি !”
বোরহানুল ইসলাম লিটন > (০১/০৩/২০২৪, ০৬:১৭ মি:)
"চিন্তা আমার বুঝ তোমার-৮" আমার এ কাব্যে , অপূর্ব মন্তব্য পেয়ে
বিদ্বান কবির কাব্যের উপর আমার বলা । তাঁর সম্মানে আমার এ কাব্য প্রকাশ ।