একবার পরিস্থিতির চতুষ্পার্শ্বে
আবেগে তাকিয়ে নেই সুযোগে,
কারা যেন বদস্বভাব আশে
হায়নার মত ওত্ পেতে বসে ;
ধ্বংসে উৎসুক তার নখদন্তে
আমার হাড়-মাংস চায় খেতে ।

যাদের ’পর বাঁচা-বাড়া নির্ভর
যদিও তাঁরা অধুনা জ্ঞানী- সর্বস্তর ,
বিশ্বাসে সব নেয় যেন ছলে -
সুযোগে ঠেলে দেয় জল-ঘোলে ।

মুখে রাম নাম, সাধুসম মধুর বাণী ,
সহজে তিনি পার হন বৈতরণী ।

পেট ভরে ,খেয়ে খেয়ে ভাঁওতা !
অসহায় এ যুগের আমজনতা ।

(২২-০২-২০২৪)
আশে > আশায় । ভাঁওতা > ধোঁকা ।
আমজনতা  > সাধারণণ জনতা ।