পায়রারা সারাক্ষণ বকুম্- বকুম্ করে
উদ্দেশ্য-ধরণ তার, প্রেম নিবেদন তরে ।
যদিও মানুষ এক মতের হয় না সবে
ছলচালে কত- চলে, এ সুন্দর ভবে ।
ধর্ম- নীতির নিরেট পাঠশালা -
যদিও সেথা এক সুন্দর মন ,
তার বাইরে দেখি না চিন্তন -
আছে জাত্য ভাবনা , অন্যতে তালা ।
সে দাস- করেন প্রভুকীর্তন -
পজ়শীকে কি ভাবেন আপন ?
ধর্মশিক্ষায় জাত্যাভিমান বাড়ে--সত্যি
না সমীক্ষা, বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে বিশেষ যুক্তি !
অহং, শ্রেষ্ঠতা, জাতিগত ভাব
আরো যদি হয় কুপমণ্ডুক স্বভাব -
অচিরে সে ক্রূর লেলীহান স্বর্পজিহবা ,
তার গ্রাসে পড়তে হয় যায় না ভাবা !
এর চাষ হিটলার করেও হতাশ ,
তুচ্ছ পশুর ন্যায় অন্তিম পরিণতি,-সর্বনাশ !!
(২৪-০২-২০২৪)