স্বাধীনচেতা এ জগৎ
চারিদিকে ছড়ানো অসীম জ্ঞানভাণ্ডার
কেহ কারো ধারে না ধার ,
এখন তুমি প্রবুদ্ধ , বুঝটা তোমার ।

কথাগুলি হয় তো অশোভনীয় মত
চিন্তা আমার যা-তা প্রলাপ কত ,
সাগরের বুকে শোভা পায়
তিনভাগের দু’ভাগ জল ;
আবার, জগৎ ভরা তেমনি সব ছল !

সে আয় আয়ত্তি, তোমার নেই শেষ
যদিও সব জ্ঞানের জ্যোতি বিশেষ ,
যা কিছু ধরা নিরেট ভেবে -
কতটা কাজের কে বলবে কবে ?

(১৫-০২-২০২৪)
আয়ত্ত  > আয়ত্তি (বিশেষ্য)