পৃথিবীটারে বেগুণ পোড়া
রাতদিন যুদ্ধ মেতে করছে কারা ?
এমন তো নয়! আমি ও তুমি ।
কেন মিছে ভাবনা ? অজ্ঞনতা নিয়ে
পরকে গালি দেই খুব পুষিয়ে ,
চেয়ে দেখি না আমার কি কমি ।

রত পূজো- পার্বণে- আরাধনায়
পডশীকে ভালোবাসতে পাই না সময় ,
ধর্ম সেরে দেখি লাভ -
যেন ভিজে বেড়াল মনের স্বার্থ স্বভাব ,
পর বুঝ ,এই নিয়ে সংসার -
ওদিকে আফসোস !শত্রু, প্রাণ করে সংহার ।

জটিলতার বান , গোলকধাঁধাঁর মান -
নিজ ন্যায় অন্যায়---- না বিচার দাম  
রাতদিন ডাকা ভগবান ।
এ তো উদাহরণ -
যতক্ষণ না করব নিজ ’পর চিন্তন ,
শত্রুকে ভাবি মিত্র -
আর মিত্রকে ভাবি নোংরা- অভদ্র ।

(১৪-১২-২০২৪)