আমার কথা আমি বলি
শোনার আছে বা কে ,
বোদ্ধা গুণে যোদ্ধা হলে
কেন জীবনটা পাকে !

চাই না লেখায় ক্ষুব্ধ কেহ
না যায় অপমানে রেগে -
আরোপ কিছু ঘুণধরা সমাজে
ধরি ,যদিও বিচার অঙ্গে ।

যদি না পারি অপরে উপকার ,
নাই দুঃসাহস ক্ষতির  -
কি দায় পড়েছে সমাজ বুকে ,
খ্যাপানো-- জনভীড় ?

পায়নি যীশু জীবনের মুক্তি ,
সদোপদেশ দিয়ে -
আমি কোন্-ছার- এক মূলি ,
সুনামে উঠব নেয়ে !

সমাজের রীত, পরীক্ষার ঘড়ি ,
প্রতিপল সে করে তার কর্ম ;
পরিচয় নিতে সদা যে উৎসুক -
আছে তার নির্ভুল বিবেক ধর্ম ।

পাকে > কাদায় । এক মূলি > তুচ্ছ ব্যক্তি । নেয়ে > স্নান সারিয়া ।
(২৯-১২-২০২৪)
“যদিও অনেকে আমার কবিতা কে ঘৃনা করে” কবি এস এম কেরামত আলী--৩০/১২/২০২৪, ০৯:৪১ মি:
গতকালের আমার কাব্যের অপূর্ব মন্তব্য পেয়ে ,খুশী হয়ে, আমার এ লেখা প্রিয়কবির সম্মানে আসরে রাখা হল।