মহান মন উন্নত বিচার- জানা
সম্মুখে সদা গমন, ওঁরা ফিরবে না ,
মহাপুরুষও দেখা গেছে কত ;
সুনেশায় জীবন করেন উজ্জীবিত ।

যদিও সবার লক্ষ্য মঙ্গল আশা
হিত না বুঝে যদি করা নেশা ,
একদা নেশাটা হয় আপদ তামাশা ;
এ ভাবে ক’দিন চলে এ জীবন ?
কুনেশায় ডাকা হয় অধঃপতন ।

কর্মের ভাঁজে ভাঁজে
ব্যস্ত অকাজের নেশা কাজে -
বোঝার বোধে জং ; সময়ের সার -
ডুবায় ধন-সম্পদ, ঘর-সংসার ;
আগে ডাকা সর্বনাশ-দুর্দশা –
সামনে মেলে একসাগর হতাশা ।

(১১-০৫-২০২৪)