বাপদাদার আয়, সুখী জীবন
ঠাঁটবাটে বাঁচার ধরন
অদেখা ঝড়-ঝঞ্ঝাট
ধাঁধায় ঘেরা জীবনপাট ।
জীবন যে এক রত্ন-ধন
কত না মধুর তপোবন
না গড়ায় বিবেক সুন্দর-স্বচ্ছ
মহতী ভাবনাগুলো হয় তুচ্ছ ।
আজ দুনিয়ায় হয়েও সক্ষম
রকে-আড্ডায় নিঃস্ব করে দম ;
ক্ষুধায় না দুর্ভোগ না কষ্ট -
অদেখা ঘামঝরা পরিশ্রম
আ- ও কুকথায় যেন তুষ্ট ।
এ অবোধ সংস্কার বিনিময়ে
কে বা চায় ফিরতে সময়ে ?
বুদ্ধি হ্রাস ,সড়নে বিবেক-মন
যদিও বাপের আয়,সহজ জীবন ,
ওরা ফিরবে না, কোন ক্ষণ ।
(১১-০৫-২০২৪)
আ- ও কুকথায় > আকথায় ও কুকথায় ।