জীবনটা ঘেরা অসাধুতায়  
কাদাজল ঘেঁটে স্বাদ পায় ,
এর বাইরে দেখে নি জীবন -
তাই যেন অশোভনীয় আচরণ ।

কতর আবার সততায় চলা
পায় নি খোঁজ সুখের তলা ,
অসহায় মাছ বঁড়সিতে বিঁধে -
না মুক্তি তার, কেঁদে-কেঁদে ।

বড়র প্রভাব, গোলামী চায়
গরীব বোঝে না, ইন্ধন যোগায় ,
কেউ যদি বলে-- ফিরতে -
সম্পর্ক গড়ে শত্রুতাতে !
এ ফাঁদের ফাঁস শক্ত -মজবুত -
যদি চেষ্টা করে সংখ্যায় অজুত
হয় তো পেতে পারে পরিত্রাণ ,
কিন্তু কুনেশার ঘোরে, অজ্ঞান ।

ফেরাতে কেহ চায় না ! না ধ্যান ,
ওরা ফিরবে না, বোধে অনজান ।

(২০-০৫-২০২৪)