প্রযুক্তি বিজ্ঞানের গুণে
সংসার ভরা টইটুম্বুর জ্ঞানে ;
সুগম হ’ল- সব গোপন ধারা -
জ্ঞাত, উপযুক্ত বয়স ছাড়া !
‘বিশ্বরূপ’ দর্শন কাজে- কৃষ্ণ
লাগে না তাঁর দয়া-দাক্ষিণ্য ;
ফোন, হাতের মুঠোয় ধরা
জানে সবে সে গুপ্ত জ্ঞানধারা ।
পেয়েছে যে উপযুক্ত ডানা
ওরা আর ফিরবে না !
উড়বে, দূর- বহুদূরে ---
উঠবে অনেক উপরে-
চলে চলে যখন ধাঁধাঁর ঘোরে
একদা ভারসাম্য হারাবে ;
পড়বে পথে, মুখ থুবড়ে ।
(১১-০৫-২০২৪)