যাদের লোভে ঘেরা মন ,
ভাবতে পারে না স্বজন আপন
আহ্লাদী লুটের মালে জাহাপনা -
স্বাদে- গন্ধে তিনি আটখানা ;
যে দিকেই দেখে লাভ
সেমত স্বভাবে মাতম- হাবভাব ।
শিক্ষা-দীক্ষা ,ধর্মে যতন -
তবু ছাড়বে না স্বার্থে এককণ্ !
সমষ্টি জুড়ে করলে আকাজ
কত আর পারে- সমাজ ;
রক্ষায় অসমর্থ মানবতার লাজ
ওরা ফিরবে না ছেড়ে এ কাজ ।
(১৮-০৫-২০২৪