লুটের রাজ্যে, শোষণের রাজ -
ছলের চরিত্রে উদ্ভূত সাজ ,
শিকেয় তুলে শঙ্কা-লাজ -
ওঁরা প্রমুখ সমাজ মাঝ ।
ধর্ম ধারণ, আত্মা -কায়ায় -
ভাঁওতা দিয়ে জন ভুলায় ,
স্বাদ, যদি পায় কাঁচামাংসে
বাঘ হয় সেরা অনেকাংশে ;
জ্ঞানে মাকাল অযোগ্য বন্ধ্যা -
বিপণি খোলা, ঠকানো ধান্ধা ।
সততায় জং ভরা তাঁর রক্তে -
পাঁচবছরে হয়তো বা দেখা
ভোটের মরশুমে তিনি সখা ,
পরে ফুলমালায় দুয়ারে হত্তে ।
যতই সহানুভূতি দেখাক না --
ওঁরা কুহেলিকা বড্ড সেয়ানা ;
যাচনা-প্রার্থনা, শোষণ কামনা
ওঁরা স্বভাবে দৃঢ়- ফিরবে না ।
(১৮-০৫-২০২৪)
বিপণি > দোকান ।