আমার কথা আমি লিখি
তাদের কথা তারা ,
আমি পারি না লিখতে সব
মাঝে,--- কাঁটাতারের বেড়া ।
ভাল বললে হয় উল্টো
আমি হই পাগল ,
তাদের কথায় সায় না দিলে
বাড়ায় বড় গোল ।
যদি বলি ভাই, ভাইচারা চাই
দেখায়- অমনি খড়ম -
বলি,- ছাড় হিংসা-বিদ্বেষ
বলে,- তুমিই মহা যম !
তারা বলে, আছে শিক্ষা
পরকে ঠেলে আগে বাড়া ;
চেয়ে দেখ মূর্খ !
সারা বিশ্বে আজ
কে বেড়েছে -আগে
এমনি বিদ্যে ছাড়া ?
আমি বলি, -ভেবে দেখ
এ দেশ, বিপদের বন্ধু ,
ওরা বলে,- মিথ্যুক, বেইমান –
তুই নস্ খাঁটি ইনসান ,
ব্যাপার চলে না তাই -
বেচতে থাকিস-- কদ্দু !
বুঝেছি হাবভাব
তোর সে স্বভাব ,
শুধু করিস, হিন্দু- হিন্দু ।
(১৬-০৮-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,
ব্যাপার > ব্যবসা । কদ্দু > হিন্দীতে কুমড়ো ।