ও ভাই ! তুমি যে কথায় কথায় ...
গরম গরম বুলি বলছো ?
জাত-জাত খুব করছো ,
কাছে, কাকে তুমি পাচ্ছ ;
তোমার কাজে কেহ সাহায্য করবে ?
একদা সময় ঘনাবে দুর্যোগে !
বাহবা তো বেশ জোটাও –
কামধাম নাই, কাব্য আওড়াও
গদ-গদ ভাবনায় সময় কাটাও -
কাজে কি কোন লাগে ছোঁওয়া -?
ভাই, এলো বুঝি সময়, খুব পস্তাবা !

একবার যদি খপ্পরে পড়ো তার,
আস্ত রাখবে না তোমার কোন হাড় ;
এ কথাটা তোমার নোইকো জানা -
করছি সাবধান, বিনতি--- মানা -
দ্যাখো না ? সারা বিশ্বে ফতোয়ার ডংকা বাজে ,
পুঁটি মাছের মত প্রাণ দেয় সামান্য যে কোন কাজে ?

তুমি পারবে ? এত সস্তা তোমার প্রাণ ?
তারা ভাবে, মানুষ মারাটাই বড় মান !
আগে বেশ বেড়েছে -
আচ্ছা আচ্ছাকে জব্দ করে ছেড়েছে ।

আমাদের নীতি দেখ না ! বৌদ্ধকে জাতে তুলি না -
পড়শী- শ্রীলংকা, চীন ,য়ানমার ,
নেপাল, ভুটান জাতের মানি না !

বাংলা ভাষাকে ভালোবেসে যারে সব শিখালে
এখন দেখ আবার ফিরেছে সে রঙিন চালে ।
রবিঠাকুরও পড়েছেন ফাঁপরে- কলে !
সে দেশে ধিক্কার ওঠে না
মহানুভাবরা দেখেও দ্যাখেন না !
অভিনয় ! যেন তিনি-- কানা ।

ভাই , চুপ হ’! আর বলিস না ,
অপূরণ রয়ে যাবে মনের সব বাসনা ।

(০৭-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
“কইতে পারি কমু না” , সম্মানীয় কবি, শ. ম. শহীদ , তাঁর কাব্যে মুগ্ধ হয়ে আমার এ সামন্য বারতা তাঁর সম্মানে- নামে অর্পণ করলাম ।