হামবড়া ভাব, তার স্থান
অল্প দিনের বন্ধু,- মেহমান ,
ভরা লোভ ও আত্মগরিমা -
স্বার্থে আসক্ত- পরে রঙিন চশমা ।
মামার ধামা কোন দিন ভরে না !
ঢেঁকিও ধান ভেঙে আর পারে না ,
একদিন হয় শূন্য ভাঁড়ার
পথ সে নিয়ে চলে শ্মশান ভাগাড় ।
(১৩-১০-২০২৩)
ভাঁড়ার > ভাণ্ডার ।