‘সুখে থাকতে ভূতে কিলায়’,
পরকে লুটতে মন চায় ;
সহজ লব্ধ সুখের ঠিকানা –
সে জীবন মনমত হয় না !

আদিখ্যেতায়, অপকর্মে মলম লাগায় ,
নিজে ভরে হাওয়া নিজ মধ্যে ,আত্মগরিমায় ।
আপনদের দলে টানা,- স্বার্থ পূরণ ,
ভাবে , আগে নিজের লাভ না হোক-
জাত-ধর্মের রাস্তা সাফ, এই তো সুযোগ ,
একদিন ফলবে ফল মনের মতন ।
এমনি স্বতঃস্ফূর্ত ভাবনা চিত্তে ধারণ ,
আগে কব্জি ডুবিয়ে খাবে আত্মীয় পরিজন ।

(১৩-১০-২০২৩)