পুণ্যি পেতে , বদলা নিতে
প্রতিহিংসায় হারালাম পা-টা !
খঞ্জ বলে, দেখ্ ভাই মিতে ,
সহায় আছেন পরমপিতা ।

ক্ষমার নাই -কোন রূপ মানে
দেখ্, ফুটন্ত রক্ত কিরূপ লাল !
চাই প্রতিশোধ ,ধর্ম টেনে ;
খুলতে চাই মোদের কপাল ।

আস্থা-বিশ্বাসের এটাই সুপথ
তোরা তো মানিস ধর্ম অগাধ ,
কেউ যদি করে ভুল
গুনতে হবে তাকে মাসুল ।

এমনি বিচারে বাড়ো আগে
জাগো রণে, জীবন ত্যাগে ।

(১৮-১০-২০২৩)
মিতে > মিতা,- সখা, -বন্ধু ।