প্রবুদ্ধজন একসাথে মিলে
ন্যায় বিচার চায় না আগে ,
একের পাপে, দশে ভোগে ,
শোনা, কান নিল যে চিলে -
শুনেই , চল ভাই- মিছিলে !
আসল মর্ম ভাববার বাকি
দোষ,- হিতাহিত না বালাই
স্বার্থ পূরণে মতবাদ চালাই ,
আগুনে ঢাললে ঘি
মজা দেখা আর কি !
অবুদ্ধির কর্মঠ ঢেঁকি
জানে না সে কর্মে ফাঁকি
দাউদাউ জ্বলে আগুন !
দীর্ঘদিনের গড়া মানবতা গুণ
ধূলিসাৎ ! তারতার,- খুন্ ।
(১৯-১০-২০২৩)