সাপের গর্তে হাত দিলে
সাপ ছাড়ে না আর ,
কত কত আছে প্রমাণ
হয় না রক্ষা তার ।
জানা, সাপ হিংস্র-বিষধর
শান্তিতে আছে শুয়ে ,
তাকে নিয়ে মসকরা
নিজ প্রাণটা হাতে নিয়ে ।

থাক না বোলতা তার চাকে
অকারণ সে কাটে না ,
ঢিল ছুড়লে, মরিয়া সে
কাউকে সে ছাড়ে না ।

বাহাদুরীতে বাঘের লেজে- পা
বাপজান কেঁদে কয়
বাঁচা চাচা বাঁচা ।

(১৩-১০-২০২৩)