কে নেয় কার প্রতিশোধ ?
শুধু আস্ফালন, মিথ্যাবোধ ,
মাঝখানে ফাঁকি, ধান্ধাবাজ
স্বজন ঠকিয়ে করে- রাজ ।
নিজের জাতে ধনী হাজারে
চরম শোষণ- স্বার্থাড়ম্বরে
তাই যদি না হবে সংসারে ,
কেন হাজারো পথের পরে ?
ঘুরছে অজস্র জাতের ভিখারী-
ভিক্ষা মেঙ্গেও সে অনাহারী ,
নেই কী সেথা আদর্শ মন ?
দেখেও দেখে না শিক্ষিত জন ,
জাতের মেয়ে জাতেই নির্যাতন
কৈ মনুষ্যত্ব ? বাচা-বাপধন !
বহতি গঙ্গায় হাত ধুয়ে নেয় ,
এমনও কর্ম শিক্ষিত জনতায় ।
(২১-১০-২০২৩)
বহতি > বহমান, প্রবাহিত ।
বহতি গঙ্গায় হাত ধোওয়া > সুযোগে সুযোগ নেওয়া , লাভ উঠানো ।