না করলে অবুঝ কর্ম, হজম হয় না ভাত -
সচেতনে, জেনে-বুঝে, তপ্তলোহায় হাত ;
বিপদ টেনে, হাম্বা হাম্বা ডাক -
ধর্মে খোঁজা উপশম খোরাক ;
আস্থার- চশমা বেজায় পুরু ,
মেলেও সাথী ধর্ম-ভীরু ।
বলবান সাক্ষ্য, এ ধর্ম-ধার ,
হোক না ধ্বংস,--মানবতার !!

(১৪-১০-২০২৩)