শিক্ষা বড় মানবতার টনিক্,
না বোঝা হিতাহিত, ন্যায় অন্যায়
অপাত্র যদি তৈরী হয় হিংসায় ,
সুশিক্ষাই জীবন সামলায় খানিক ।
শিক্ষিত- অথচ অহংবোধ
একরোখা, রগচটা, যাহাতক ,
কিছু বলা মানে, বিপদ টেনে -
নিজের ঘাড়ে দুর্ভোগ ।
এমতঃ শিক্ষার গুণ কাহাতক্ !
ধর্ম বা হিতোপদেশ সন্দেশ
মিটাতে পরে না সে ক্লেশ ,
দেশে যদি শান্তি- না আসে
শুধু বাড়বে পরিণতি- ত্রাসে ।
অবুঝের হাতে যদি সমাজ ভার
অচিরে মানবতা হয় ছারখার ,
প্রতিহিংসায় হয় না মঙ্গল
বেড়ে ওঠে বরবর জঙ্গল ।
যুগে যুগে মেলে হাজারো প্রমাণ
এ ঘৃণ্যকাজে সহস্রের ঝরে পরাণ ।
(২০-১০-২০২৩)