দেখা, বাতাসেরও বৈষম্যের কাতার ,
বহমান ধারার-ব্যবহার নানা প্রকার –
যদি সে না করে ঝড়ে কারো ছারখার
স্নিগ্ধ মলয় পবন সদা কাম্য সবার ।

ঘূর্ণিঝড় !নিয়ম না মানা প্রলয়কারী
সবে বিপদ এড়াতে চায় তাকে ছাড়ি ,
কার উপকারে সে আসে ?
কেহ সুখী নয় ঐ বাতাসে ,
হয়তো স্মৃতিচিহ্ন মিটায় -
বড় বড় গাছ সে উপড়ায় ;
ধ্বংস যেন স্বভাব ভাবনা -
ধ্বংস করে, গড়তে পারে না !!

কিন্তু বিপ্লব ঝড় না ! না আগের বিপদ ,
দীর্ঘ আদর্শ কর্মসূচির তৈরী- সুপথ ।
তাই লোকে বিপ্লব মনে রাখে ধরে
জনতা ঝড়কে অভিসম্পাত করে ।

(২১-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
শেখ মোঃ খবির উদ্দিন, কাব্য- "স্মরণীয় বরণীয়’, আজ আসরে পেলাম । সেথায় অনুপ্রেরণা পেয়ে ,- তাঁর সম্মানে আমার এ ক্ষুদ্র প্রয়াস ।