জীবন চলুক বোধের এক্তিয়ারে ;
প্রবুদ্ধজন আপন স্বমহিমায়
কর্মগুণে স্থান পাক হৃদয়-অন্তরে ।
ধর্ম-কর্ম মানবতা, সাথে একতা
পবিত্র বাতায়নে-জাগুক সহহৃদ্যতা ,
অনেক হল তুচ্ছ-তাচ্ছিল্যের খেলা
ভেদাভেদে না মনে আর মেলা ।
ভাবনারা চঞ্চলা, করে ছলনা
আত্মবলে অগ্রসর দিয়ে -ধ্যান ,
অসহায়, হীন নিজেকে না মানা
অন্যায় কাজকে করা প্রত্যাখ্যান ।
অবোধ পশু, জঘন্য যেমত কীট
মানুষ নয় সেমত- বিকৃত চিজ্ ,
মস্তকে ধারণ তাঁর জ্ঞানের কিরীট ।
(২৩-০৬-২৩)
এক্তিয়ারে > সীমায় ,পরিধিতে । চিজ্ > বস্তু ।