এ লেলিহান জ্বালা জ্বলে- দাউদাউ !
ব্যথায় কান্নাগুলো করছে হাঁউমাউ ,
বুঝতে হবে এ দেশে কাবিল শাসক -
তিনি চান দেশে থাক- তাপশোক ;
তবেই পাবেন, অর্থশ্রাদ্ধের মৌকা
কোল ঘেঁষে ঘিরে থাকবে বন্ধ-সখা ।
তারপর জন সাধারণ ?
পেটের দায়ে কর্মে দেবে জোর -
উপর মহল খেলবে, চোর-চোর ।
মধ্যবিত্ত ছুটবে আব্রু বাঁচাতে -
খাটুনি দেবে মুখের গ্রাস জুটাতে ,
জাঁতাকলে দুঃখী পিষবে, অত্যাধিক -
হয়ে সর্বহারা, মাঙিবে রাস্তায় ভিখ্ ।
নাই বা পড়ুক পেটে খুদ-কুড়ো
শীঘ্র আঁখি মুদবে শিশু, -বুড়ো ,
শুনলে হয় কর্ণে এ সব সুখবর
পুঁজিপতির বৃদ্ধি, উৎসব আড়ম্বর ,
সুখনিদ্রায় রবে ,স্থান শীতলতার
না ভ্রুক্ষেপ-দেখা দৈন্য নীচুতলার ।
যেন ছোটে চারিদিক উন্মত্ত- ষাঁড় !
কুকর্মে ন্যাস্ত চরিত্র থাকে তার ।
কর্তব্য জালে ছাপোষা- যেন মাছ -
দিতে বাধ্য সেবা ওদের ,-বারমাস ।
দেশ উদ্ধারে প্রজন্মরে ভালোবাসা
করবে কাজ আর কাজ, উত্তমাশা ।
শাসকের জয় গানে গানে
দেশের প্রগতির সুনামে
এমনটা ভাবনা ধরে খাসা ।
(০৩-০৮-২০২৪)