কপাল বলে কথা ,
মনে পড়ে ভগবান ! ঘনালে ব্যথা ;
নিরুপায় !--চারিদিক অন্ধকার -
ভাগ্য মেনে হায়তোবা করি বারবার ।
দেখলে সুঁদরী মেঘ ,
ঘরপড়া গরুর মত- দেয় সন্দেশ ;
বুঝি, অকালে উঠবে ঝড়- ভোগান্তি -
হবেই বাজেটে মূল্যের বাড়-বাড়ন্তি ।
পূজিঁবাদী শাসক যদি ধনিকপন্থী
অবোধ জনতার মনে পোষা ভ্রান্তি ,
ভাবে, হয় না খর্ব শাসক জ্যোতি ;
বিজ্ঞ বলেন, এটা দেশের খ্যাতি ।
দু’চার বেঘোরে মরলেও –
দেশের রূপ ফেরে সৌমকান্তি ।
জ্বালাময় হালচাল দেশ করে সচল
চাইবে সকলে জীবন জল ,
প্রগতির প্রশস্ত পথ- দাওয়াই ,
করুক না জনতা ত্রাহি ত্রাহি -
এ পন্থা কাজে কারগর, জবাব নাই ।
বেশ বাড়ে অর্থবরাদ্দ- বাজেট -
যে উপযুক্ত তারই ভরবে পেট ।
(০৩-০৮-২০২৪)