জল্লাদের কাছে চলে না করুণা ভিক্ষা
গাধার কাছে চলে না যুক্তি-তর্ক ,
চোরায় নেয় না ধর্মের শিক্ষা
মাতালের মদ শান্তির স্বর্গ ।
বরাহ পায় না নাকে-- সুঘ্রাণ
মূর্খ বোঝে না মান-অপমান ,
হাঁড়ির ভাত ফুরালে ঘরে
পথ্য ঔষধ মেলে না পরে ।
অলসতায় স্বপ্ন দেখা
অনেক কষ্ট ভাগ্যে লেখা ।
(১৩-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,