এক যে ছিল বাঘ
বনপশুদের খেয়ে খেয়ে ,
বেজায় দিত হাঁক ।
বলত আবার বিজ্ঞমত
লাগবে তোদের তাক !
দেখে নিস সে দিনে
আসলে পৌষ-মাঘ ।
লেপ দেব কম্বল দেব
বস্ত্রে পাবি ওম ,
ভাবিস না এ প্রভু তোর
এক নির্মম যম ।
দু’চারটে ছা-বাচ্চা খাই
এমন বা ক্ষতি কি ?
তোরা থাকবি বেশ মজায়
সুখেতে চৌদিকি ।
জঙ্গলরাজ্যে বাঘ রাজা
কি করে করিস আশ -
আরে বোকা, অধম প্রজা ,
বাঘে কি খায় ঘাস ?
(২৩-০৯-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ।
মোঃ আব্দুল লতিফ রিপন । কাব্য, "অন্ধ"-
তাঁর অপূর্ব কাব্যে মুগ্ধ হয়ে এ লেখাটি, তাঁর নামে- সস্মানে আসরে রাখা ।