দাঁত দু’প্রকার ,
এক দাঁত , সাপ ও ভাঙরের আকার ,
ধারালো ছুরির শান, তা’ও ফেল ;
অপর দাঁত , খিস্তি-খাউড়ে -
কাজে লাগে, সে সময়ের খেল ।
নিন্দুক দু’প্রকার ,
এক ,পরনিন্দা শ্রবণ জন্য অস্থির ,
অপর , দুষ্প্রচারে -খোঁজে নিজ সুকৃতী ;
হাতে পায় সুখের আকর ,
চারিত্রিক স্বভাবে ভাবে না বিকৃতি ।
দাস দু’প্রকার ,
এক, জনম-জনম খায় কশম,-
না পরিবর্তন, রূপান্তর এক যন্তর ;
অপর ,----দাসত্বেও পায় সুখ -
পাপ-পুণ্য নিয়ে মনঃ-অন্তর ।
নেতা দু’প্রকার ,
এক, সুচতুর সেয়ানার হদ্দ !
অশান্ত দেশ দেখে- হয় না দগ্ধ ;
অপর, নিজ আখের জোটাতে ব্যস্ত ,
দেশের সম্পদ করে শ্রাদ্ধ ।
ভাষণ দু’প্রকার ,
এক শিশুর ঘুমপাড়ানী গান ;
অপর, মৃতপ্রাণে সঞ্জীবনী ভরে
সব নেতার ভাষণের মান ।
(১৬-০৭-২০২৪)
ব্যানকুবার , কানাডা ,