মরছে মানুষ না দেখে জনহিত !
ভেবে ভেবে পাই না -
কোন সুখে যে গাইছে গীত ?
একসাথে বাঁধভাঙা জল
হঠাৎ করে নামলে ঢল -
তার শক্তির চাপ যে অগাধ ,
টেঁকে না ! সক্ষম হলেও সুদৃঢ় -বাঁধ ।
‘এক আনার, শ’বিমার’
প্রাণ দিলেও হয় না পূরণ---চাহিদার ।
হয় স্বার্থসিদ্ধি
পৈশাচিক ভাবনা বৃদ্ধি -
শ্মশান, কবরের হার ,
সংখ্যায় অগুন্তি বাড়ে তার !
উস্কানির চতুর নট্ -
কাজটি সারে ফটাফট্ ,
একমাত্র ভয় তার জনতার -
সে একতায় দেশহিতে সত্যিকার ,
না করে বসে ধর্মঘট !
মগজ থাক এমনি বুদ্ধির-সুনামী
এতে হয় না কোনরূপ জয় দূরগামী ,
না হয় দুষ্টচক্রীর স্বার্থসিদ্ধিতে কমি ।
(২৪-০৭-২০২৪) ব্যানকুবার , কানাডা ,
আনার > ডালিম । শ’বিমার > শতরুগী ।