ধনী দু’প্রকার -
এক, টাকার ’পর শুয়ে থাকে
আরো ধন লাভে হাঁফসি কাটে ;
অপর, খরচায় ধন, ওঠে নাভিঃশ্বাস ,
ফাঁকে-ফাঁকে হারায় জীবন-বিশ্বাস ।

তালকানা দু’প্রকার ,
এক, চোখ থাকতে অন্ধ -
অপর, খুব ভাল লাগে দেখতে মন্দ ।

জ্ঞানী, দু’প্রকার ,
এক, ফাঁক পেলেই জ্ঞানের করে শ্রাদ্ধ ;
অপর,  জ্ঞান-ভারে অথর্ব -
নিজেরে কপাটে এঁটে রাখে আবদ্ধ ।

গাড়োয়ান দু’প্রকার ,
এক, পাহাড়ী পথে দিব্যি গাড়ি চালায়
অপর, গাড়ি চালায় বিনা নেশায় ,
সরল পথ অথচ গাড়ি ফেলে গাড্ডায় ।

(১৬-০৭-২০২৪)
ব্যানকুবার , কানাডা ,