বুদ্ধিজীবি দু’প্রকার -
এক,- সততায় বুদ্ধি বেচে খায় ,
আর এক, চালবাজিতে জীবিত বাঁচা তায় ।

নেশাখোর দু’প্রকার -
এক, নেশা করে অঘোরে ঘুমায় ,
অপর ,নেশা না করে পস্তায় ।

স্বপ্নাচর দু’প্রকার -
এক, স্বপ্ন দেখে করে হাহাকার ,
অপর ,দিবাস্বপ্নে মেতে একাকার ।

ভুখা দু’প্রকার -
এক, পেয়েও খেতে পারে না !
অপর ,পেয়ে পাতে ছডায় চাই ,
চিরদিন সদাই দেখা, খাই-খাই ।

সেয়ানা দু’প্রকার
এক ,ইচ্ছা করে বোঝে না ,
অপর, বুঝেও কাজে লাগায় না ।

মূর্খ দু’প্রকার -
এক, হাতের ধন পায়ে দলে ,
অপর ,ধনশূন্য ঘোরে রাজার হালে ।

(১৫-০৭-২০২৪)
ভ্যাংকুভার, কানাডা ,