চিত্ত যেন না হয় মলিন
তাই কক্ষনো মনঃ বল করি নাই হীন ।
গুরুর কথা শুনে চলি-- রাতদিন ,
উপোষ করে দেহ ধরি ক্ষীণ ;
মনেতে রঙিন স্বপ্ন মেখে -
উচ্চস্বরে প্রভু ডেকে ডেকে
কত সময় যায়, ধর্মে কেটে
সুখ স্বাদ চাই, সে মধু চেটে ।

ওরা অত্যাচারী, সব নেয় কাড়ি
নিজ ঘরে হই- এক ভিখারী !
লাঠিয়াল মাথায় মারে লাঠি -
বাঁচতে কোন পথে যে হাঁটি ,
দুধ-ঘি সব নাকি তার
বলে , তোর ধর্ম অসার !

আমরা মানি- অন্য ভগবান
তার জন্য লুটপাটে দেই ধ্যান ,
সহজে গবাতে পারি জান -
এতেই বাড়ে মোদের মান ।
এ ভাবে চালাই ঘরসংসার ,
গর্ধব ! তোরা মূর্খ, জানওয়ার ।

(১৩-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
হিন্দী শব্দ , গবাতে  > হারিয়ে ফেলতে