জগদ্দল পাথর আমি বা তুমি
নাড়াতে পারি না-একচুলও জমি ।
জানায় শক্তির হদিশ
গল্পে দেখা, জগদীশ
হোক না ভার নিযুত ঐরাবত ;
তিনি অঙ্গুলিতে উঠান পর্বত ।

মুগ্ধতে অলৌকিক কাজে
সমস্ত ধর্মগ্রন্থ পাটা আছে
চলে এ কাহিনী যুগ-যুগ ধরে ,
অতিমানব তাঁরা কি না পারে ।

ফাঁক পেলে আঙুল চুষি
বলে বেড়াই যা’-তা’ খুশী ,
খুঁজি না আসল তল
দেখি সত্য প্রাঞ্জল-উজ্জ্বল ।

ছাপোষাদের মনঃ-আচার
থাকবেই ভরা এ সংসার ,
বিশ্বাসী মন সদাবাহার ।

(১৭-০৭-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,