পেলেই বহুমত- সংসদে
তিনিই মহামন্ত্রী মসনদে ,
আশ্বাসন ভরা সব বাক্যে
বিশ্বাসী ভাব গড়ে জন-হৃদে ।
আপন লাগে হৃদে সে নামমহিমা
সুখে- মুখে গাও রামা-রামা ,
এই বুঝি এলো স্বর্গ
ভেব না তোমরা বেকার বর্গ !
ধনে-মানে ঐশ্বর্য্যে
প্রবাহিত- উজালায় দেশের ধারা ,
ঘর-দুয়ার হবে অপরূপ, রূপ-চেহারা ।
কেন করছো আশা ক্ষীণ
কেঁদে-কেঁদে আর পার নয় দিন !
সোনার থালায় আহার -
সুখ স্রোতসুখী- জীবন গঙ্গার ;
এমতঃ না চিন্তা বাৎসল্য- উদ্ভট ,
তোমরাই দেবে যে প্রকৃত ভোট !!
(২৭-০১-২০২৪)