ব্যবসায়ী শুদ্ধতায় চিরকাল অপারক
লাভজন্য লাগে কিছুটা কাজে মিলাবট
স্বাস্থ্য নিয়ে না তার দুঃশ্চিন্তা
যদিও দেশবাসী সর্বজান্তা ।

সোচ্চার সে কর্মঘন কারক
দিকে-দিকে রাজকীয় বনাবট
শাসকের এ পথ পরিক্রমা
বিপুল এ ধারায় পরায় জামা ।

বুঝুক আর না বুঝুক মানুষ
এমনি ধারায় উড়ন্ত ফানুস ;
মুগ্ধ না হয়ে নেই গত্যান্তর
সারে না এ ব্যাধি কোন মন্তর ।

(২৭-০১-২০২৪)
সর্বজান্তা > সব কিছু জ্ঞাত ।