যে দেশের রাজা আত্মসুখে ধাবিত
দেশের ভবিষ্যৎ হয় ঘুনে- ক্ষত ;
প্রত্যক্ষ পরিণাম দেখা যায়
সাথে আরো সাজ- রংগলীলায় ।
চাপে, তোষামোদী দেশবাসী
হাফছাড়ে ,তীর্থ করে, গয়া-কাশী ;
এ পুঁজিবাদের বেড়া ভাঙা কঠিন শক্ত
যদিও বিপরীত ধারায় বাড়ে ভক্ত ।
চিত্তসুখে অজগর সম মেরে কুণ্ডলী
ঘুষের দাপট, ভরে শাসক মণ্ডলী ;
আরো উৎপাদনের সিংহভাগ -
গর্ত ভরতে সে জাগ্রতও সজাগ ।
বোধকে করে আনে এতো খাঁটো !
তারা খুশী, পেয়ে অন্ন দু’মুঠো ,
গরীব আগে তেজগতি ধরে ধর্ম
অবোঝা এসবের আসল মর্ম ।
(০৩-০২-২০২৪)