বেশী দিন চলে না ছলচাতুরী ,
একদিন না একদিন
অচিরে হাটে ভাঙবে হাঁড়ি ;
সে দিনের আর দেরী নাই
হতাশায় বেকার যুবক
সামনে বেসামাল মস্তবড়-খাই ।

ভুয়ো নীতির যতই করা আড়ম্বর
সে স্বরূপের আছে একতিয়ার ;
কর্মহীন, সে রাখছে সব খবর ।

জ্ঞানবোধে লাগবে হয়তো দেরী
তবু মনে ভরপুর আশা ধরি ,
একমনে ভাবছে বসে প্রবীণ
শীঘ্র দীপ্তিমান হবে শুভদিন ।

ভেবে ভেবে করি না মাথা হেট  
সত্য বললে মেলে বুলেট
দেবে জবাব, এ দেশের ব্যালেট ।

(২৮-০১-২০২৪)
একতিয়ার > অধিকার , সীমানায়,  
খাই > গর্ত ।