শুদ্ধতা শেখা নিয়ে বিচার
বোধে পেলাম হাতুড়ির ঘা !
আঘাতটা যেন মোক্ষম খাঁটি ;
বিচার বলে, নির্বোধ ! সব করলি মাটি ।
আমরা জিয়ীয়ে রাখি ধর্ম -
বেঁচে থাক সমাজে কুকর্ম ,
উপরে উপরে শুদ্ধতা বেশ ,
বাস্তবে নেই সততার নামমাত্র-লেশ !
এটাই চল, মুখ্য আস্থা –
সর্বকাজে বাঁচার লাগি ব্যবস্থা ।
উপরি পাওনাদারের বাড়তি জোগাড়
থাকবে তার খাতায়- বাড় -
জেনেও সমাজ করে না তিরস্কার ,
দুনিয়ায় এ ধারা চলবে অনিবার ।
(২৭-০১-২০২৪)
জিয়ীয়ে > জীবিত রাখা । বাড় > বৃদ্ধি । অনিবার > সবসময় ।