ধর্মেও প্রচুর জড়তা- শৈবাল
সার ঢাকা আজিও কঠিন বাকল ;
সাধু সৃষ্ট ভরা যেন জঞ্জাল-
আজাব্দি মেনেও কমতি মঙ্গল ।

এ কথা শ্রবণে লাগে- গরল  ,
মান্যতায়ও কৈ উন্নতি, সবল !
প্রবুদ্ধও স্বার্থ জন্য- অন্ধ -
দিনরাত মাতম- ধন্ধ !
আপন-হিতে, দুর্নীতি গা-সওয়া -
নিজ ফায়দায় চায় মেওয়া ।

এহেন ধর্ম -বিধান , যত্র-তত্র -
সশক্ত- ধারালো অচুক অস্ত্র !
আগের রাস্তা সবই বন্ধ ,
ভুলতে হবে করা- প্রতিদ্বন্দ্ব ।
এইতো যুগ হাওয়া বয় ,
চাপে, সবাই স্থির রয়  ।

(২৭-০১-২০২৪)
বাকল > গাছের ছাল । কমতি > কম । মেওয়া >  বাদাম ,পেস্তা, বেদানা ইঃ- ফল ।
সবাই > সকলে ।