দেশ সবার ; মালিক সবাই ,
সুনতে লাগে চমৎকার -
কত-কত গর্ব করি
এ ধারার মিষ্ট কথার ।
যদিও কটুসত্য- এ কথা ,
না বোঝা গণতন্ত্র বেশীর্ভাগ জনতা ।

যাঁরা দেশহিতে বলি,-যুপকাষ্ঠে ,
কত বা তাঁরা হবেন সংখ্যায় -
লাখোতে দু’এক , অতি কষ্টে ,
তাচ্ছিল্য ভাব আজ জনধারায় !

শিক্ষার বেশীর্ভাগ শেখা বিচার
কুট-কুট ভরা সামন্তি-আচার -
মিষ্ট কথায় তুষ্ট, নেশা-গাঁজা
পেতে আগ্রহী, ছদ্ম মাছভাজা ।

(২৮-০১-২০২৪)