ঠকবাজের জালিয়াতি ছলা-কলা-কৌশল
শাসক যদি ধরে সে রূপ অবিকল ,
কি করার থাকে বাকি !
খাঁচায় শোভে বোবাপাখি ,
ভাবে না দেশের ভবিষ্যৎ কত যে হয়-বিকল ।
করায়ত্ত ভঁপুর ভাষা, দিচ্ছে রোজ গ্যারান্টি
ধর্মগুণে বিরাজ করবে ঘরে-ঘরে লক্ষ্মী-ষষ্ঠী ;
নির্মূল হবে অভাব দুখ্
সামনে অঢেল মহাসুখ ,
নেচে-গেয়ে উল্লাসে রবে বাপ্পি-হাবলু-বন্টি ।
প্রগতির নিদর্শন ,সবার হাতে স্মার্ট ফোন ,
চালিয়ে যাও প্রেমালাপ আপন সব প্রিয়জন ;
কক্ষনো বিরোধীর কথায়
ধাঁধাঁয় পড়ো না মায়ায় ,
আছে, আটা-আচার-মূলো, বাঁচবে জীবন ।
(০৮-০২-২০২৪)
ভঁপু > সংবাদ মাধ্যম , মিডিয়া ।