আপাততঃ মধুর ধরলে নীতি
সুখে রয় ভ্রমর , মধুর সাথে প্রীতি ;
এ নীতির ধারক ও বাহক
সংখ্যায় তাঁরা অগণ্য
মান-সম্মান খুইয়ে
আজ ধরাধামে ধন্য ।


সুখের হাওয়ায় বেলুন ভরে
গা ভাসিয়ে আকাশে ওড়ে ,
এ নীতির ভবিষ্যৎ কাঁটার সজ্জা -
যারা ধরে জাগে না লজ্জা !

জঞ্জাল হাটানো অপারক ঝাঁটা -
বাজে-দেশের ভবিষ্যৎ বারোটা ,
এক সময় শিয়াল ব্যাটা
বলে , আঙুরফল খাট্টা !

(০৩-০২-২০২৪)
খাট্টা > টক ।